চোখ তার দূরবীন

কি জানি কি ভাবে সে
দেখতে পায়,
মেঘ হয়ে ছাঁয়া দেয়
সে আমায়।

আমার চলার পথে বাধা এলে
প্রজাপতির মত পাখা মেলে
সে সাহস যোগায়।

কামনায় দূর থেকে
দেখে সারাদিন দু’টি চোখে,
তার দু’টি চোখ যেন দূরবীন।

আমার আধার রাতে
জ্বালিয়ে আলো,
জ্যোৎস্নার মত রুপালী আলোয়
সে পথ দেখায়।

কন্ঠ ও সুর: শাফিন আহমেদ