শহর থেকে দূরে
অন্য কোন সুরে,
আমরা চলে গেছি
সীমানা ছেঁড়ে।
ঘাসফুল কাঁশবন
ছুঁয়ে গেছে এই মন,
দূরের পাখিরা
হয়েছে আপন।
পাবো কি পাবো না
পথেরই ঠিকানা,
জীবন খুঁজে নেবে
জীবনের আঙিনা।
ঝড়ো বাতাসে ওড়া
ছেঁড়া ঘুড়ির মতো,
উড়ে যাবে আজ
কষ্ট আছে যত।
বন্ধু পিছুটান
আজকে যাও ভুলে,
বদ্ধ হৃদয়ের
দরজা দাও খুলে।
প্রিয়জনের মুখে
আলোকিত হাসি,
দৃষ্টি মেলে বলে
কতটা ভালোবাসি।
শত সবুজ প্রাণের
এই মেলাতে,
আজকে উৎসব
গোধূলী বেলাতে।
শেষ হয়ে যাবে
এই পথচলা,
থাকবে স্মৃতি হয়ে
কিছু কথা বলা।
সোনালী ধানক্ষেতে
মায়াবী রোদ এসে,
প্রিয়তমার মতো
হঠাৎ ওঠে হেসে।
প্রিয় দু’টি চোখে
নাও খুঁজে তাকে,
পথচলায় সে যে
পাশাপাশি থাকে।
দৃষ্টি ছুঁয়ে যদি
বৃষ্টি নামে,
হয় বিনিময়
হৃদয়েরই দামে।
আজকে এই সুখ
রবে ইতিহাসে,
স্মৃতিা বেঁচে থাক
আমারই বিশ্বাসে।
কন্ঠ ও সুর: শাফিন আহমেদ