কতটা কাঙ্গাল আমি

কতটা কাঙ্গাল হয়ে থাকি,
বুঝবে না কখনো,
কতটা ঝড় বুকে তুলে রাখি
বুঝবে না কখনো,
শীতার্ত আমার বড় বেশি প্রয়োজন
শুধু তোমার,
রোদেলা দুপুর আর একান্ত
একাকী তোমায়।

লোরকার কবিতায়, কখনো তোমার মুখ
সেজানের ছবিতে, কখনো তোমার মুখ,
সূর্যের বাম পাশে, কখনো তোমার মুখ
পতাকার ডান পাশে, কখনো তোমার মুখ।

ফসলের কচি বুকে, কখনো তোমার মুখ
অগোছালো ডায়েরিতে, কখনো তোমার মুখ,
ভেঙ্গে যাওয়া মিছিলে, কখনো তোমার মুখ
বিকেলের শেষ রঙে, কখনো তোমার মুখ।

কন্ঠ ও সুর: জেমস