পায়ের আওয়াজ শুনি

তোমার সাজানো ঘরে একান্ত অবসরে
তোমার সাজানো ঘরে পায়চারী করে দিনগুলি,
দরজার ওপাশে এখনো তোমার
পায়ের আওয়াজ শুনি।

তোমার চুলের কাঁটা সাজানো ফুলদানী
তোমার সবুজ শাড়ি কপালে টিপখানি,
আমার কানে কানে করেছে কানাকানি
তোমার ফেলে যাওয়া হৃদয়ের ঘরখানি।

তোমার জানালা জুঁড়ে লতানো গোলাপ ঝাড়
তোমার টবের ফুলে গোধূলীর সমাহার,
সবাই যেন গায় তোমারি আগমনি
আমার করুন শ্বাসে বাতাসের আলাপনি।

কন্ঠ ও সুর: পার্থ বড়ুয়া