প্রেমিক মেয়র

তুমি আসবে বলে
হে প্রিয় নারী,
এ শহরের চাবি
তোমার হাতে তুলে দিতে।

নগরীর তোরণে দাঁড়িয়ে আছি
আমি এই শহরের প্রেমিক মেয়র।

তুমি আসবে বলে
এ শহরে ছুটি,
তুমি আসবে বলে
বিজয় মিছিলে জুটি।

তুমি আসবে বলে
সুর তুলেছে দোয়েল,
তুমি আসবে বলে
নদী পড়েছে পায়েল।

কন্ঠ ও সুর: পার্থ বড়ুয়া