একরাশ ক্লান্তি নিয়ে
সূর্যটা চলে গেল,
প্রিয়তমা চাঁদ, সুস্বাগতম
পূর্ণিমা নৃত্য এই সন্ধ্যায়।
নেশা ধরা চাঁদের আলো
স্বপ্ন জাগায় ভবের ধোঁয়া,
আত্মহারা আমরা সবাই
মাটি ছোঁয়া আকাশ।
এলোমেলো ওলট-পালট
আমরা মাতাল ব্রহ্মচারী,
ছুঁয়ে ছুঁয়ে
কাঁধে কাঁধে চল সবাই
মেতে উঠি পূর্ণিমা নৃত্য।
কার্নিগালের কার্নিভালে
সুপ্ত হাতছানি চোখে চোখে দেয়া নেয়া,
কার্নিভালে জীবনের কার্নিভালে
এই সন্ধ্যায়, প্রিয়তমা চাঁদ, সুস্বাগতম।
কন্ঠ ও সুর: মাহফুজ আনাম জেমস
কথা: মাহফুজ আনাম জেমস, লতিফুল ইসলাম শিবলী