ছেলেটির নাম মেঘ
উড়ো উড়ো ডানাতে রোদ্দুর,
মেয়েটির নাম বৃষ্টি
ঝিরি ঝিরি হাসিতে ভরপুর।
সে ছেলে ডাকে মেঘ-মল্লারে
সে মেয়ে হাসে বসন্ত বাহারে,
সাড়া দেয় তার কত্থক নূপুর।
সে ছেলে ডাকে মাদলের স্বরে
সে মেয়ে হাসে বৃষ্টি সেতারে,
ঝাঁজা দেয় তার কাঁকনের সুর।
কন্ঠ: শ্রীকান্ত আচার্য
সুর: জয় সরকার