আমারই এ গান তোমারই কাছে শুধু
স্মৃতিটুকু হয়ে থাক,
আমারই এ গান তোমারই মনে শুধু
অমর প্রেমের এক নদী গড়ে যাক।
যখন পৃথিবীর কোন মেরুতে
পাবে না আমায় খুঁজে দিনে কিবা রাতে,
তখন আমার সুর নতুন করে তোমায়
করবে অবাক করবে অবাক।
যেদিন একাকী সময় এসে
হৃদয় ভরিয়ে দেবে স্মৃতির বিষে,
তখন আমার গান ব্যাথার মনে দেবে
শান্তির ডাক শান্তির ডাক।
কন্ঠ: শুভ্র দেব
সুর: প্রণব ঘোষ