ক’ফোঁটা জল

এখন আমার কাছে শুধু সম্বল
দু’চোখে জমানো ক’ফোঁটা জল।

নিঃশেষ হয়ে গেছি তোমারই কারনে
যেমন নিঃস্ব হয় মানুষ প্লাবনে,
প্রেমেরই অরণ্যে তোমারই জন্যে
জ্বলছে অনল, জ্বলছে অনল।

নিষ্প্রান হয়ে আছি একাকী জীবনে
সুখের চিহ্ন নেই হৃদয় ভুবনে,
কি দোষে পরালে আমারই চরণে
বিরহ শিকল, বিরহ শিকল।

কন্ঠ: শুভ্র দেব
সুর: প্রণব ঘোষ