আমার বুকে

আমার বুকে পাথার বাঁধা
সহজ হতো যদি,
পোড়া দু’চোখ খুঁজতোনা আর
তোমার মতো নদী।

এমন একটা নদী তুমি
আমার বুকে থাকো,
উথাল-পাতাল ঢেউয়ের দোলা
গোপন করে রাখো।

নদীতে চর জাগেনা
জোছনা ছোঁয়ার সাধে,
সেই নদীটাই ফাগুন মাসে
চন্দ্র দেখে কাঁদে।

কাশ ফুলেরই দোলায় দুলে
দু’কূল সাজেনা যার,
সেই নদীটা দেয় চিনিয়ে
তোমার রঙের বাহার।

কন্ঠ: সাইদ হাসান টিপু