এ বড়ো আনন্দ এ বড় বেদনা

এ বড়ো আনন্দ এ বড়ো বেদনা
এই ভালোবাসা
অজস্র কাটার পথ বেয়ে বেয়ে
এই কাছে আসা।

কতো যে আনন্দ কতো যে বেদনা
এই স্বপ্ন দেখা
তবুও তোমারই জন্য এইভাবে
জেগে থাকি একা;

তবুও তোমারই জন্য খুলে রাখি
আমি এই বুক,
অনন্ত বেদনা রাশি স্পর্শ করি।
তোমারই চিবুক।

তোমাকেই ভালোবাসি, কাছে ডাকি
হে সুদূরতমা,
এখনো তোমারই কাছে নিত্যদিন
চাই আমি ক্ষমা;

তোমার কাছেই আমি রেখে যাই
আকাশকুসুম
তোমার জন্যই এই জাগরণ
আর এই ঘুম;

এ বড়ো আনন্দ এ বড়ো বেদনা
এই বসে থাকা,
আজন্ম বিচ্ছেদ শেষে ভালোবেসে
এই কাছে ডাকা।

তবুও তোমার জন্য করি আমি
এই অশ্রুপাত
তবুও তোমারই জন্য সয়ে থাকি
সকল আঘাত;

বড়োই আনন্দ বড়োই বেদনা
এই বেঁচে থাকা,
সারাটি জীবন শুধু এইভাবে
নাম ধরে ডাকা।

তবুও তোমারই জন্য বহুদিন
পথ চেয়ে আছি
তবুও তোমারই জন্য আমি এতো
দুঃখ সয়ে বাঁচি;

কতো যে আনন্দ কতো যে বেদনা
এই ভালোবাসা,
দুচোখে দেখার জন্য একবার
এইখানে আসা।

১৯.১.৯৮