আমাকে

আমাকে তুমি জড়িয়ে রাখো ঋণে
নদী যেমন জলকে রাখে কিনে,
আকাশ যেমন তারাকে রাখে গায়ে
আমাকে রাখো তেমনি তোমার পায়ে;

আমাকে করো তোমার ক্রীতদাস
মাটিতে যেমন লুটিয়ে থাকে ঘাস,
বর্ষা যেমন বিভোর করে বন
আমাকে করে তেমনি নির্জন;

আমাকে তুমি করো চোখের জল
নিঃস্ব করো, করো নিঃসম্বল,
মাটি যেমন রাখে ঝরাফুল
আমাকে করো তোমার নদীকূল;

আমাকে তুমি জড়িয়ে রাখো ভুলে
গন্ধ যেমন লুকিয়ে থাকে ফুলে।