আমার দ্যাশের বাড়ি

সেই কথা মনে পড়ে একদিন কোথায় ছিলাম
সেখানে নদীর শব্দ, ধানের সুগন্ধমাখা গ্রাম,
মায়ের স্নেহের মতো সেইখানে বয়ে যায় নদী
সেই জলে স্নান করে জেলেবউ কিশোরী পার্বতী।
কোথায় দ্যাশের বাড়ি, কোনখানে আমার ঠিকানা
নদীকে শুধাও যদি এইসব তার আছে জানা,
নদীর এমন শোভা পরনে তাঁতের শাদা শাড়ি
কুমার নদীর জন্য এই নদী তবে কি কুমারী?