আমার কবিতাগ্রাম

যা-ই হোক, হাতে যতোই লাগুক কয়লার আঁচ, আমি
বাড়ি ফিরে যেতে চাই তবু,
তবু হলুদ ফুলের সাথে গায়ে শিহরণ মেখে বলতে চাই,
আমি মাথায় মেঘের বর্ষা নিয়ে তবুও ফিরবো বাড়ি
মনে রেখো আমার দুঃখের দেশ, শিশিরের ভোর,
এই যে সূর্যের ভিতরে অসূর্য আঁধার, কালো মেঘ
শোনো, তার জন্য আমি শিউলিফুলের কাছে জোড়হাতে
ক্ষমা ভিক্ষা চাই;

যা-ই হোক, আমি ফিরে যেতে চাই, ও হেমন্তের
ভেজা মাঠ,
ও বেতের লতার গন্ধ, আগাছার ঘন ঘ্রাণ
আমি শুদ্ধ শব্দের গ্রামে ঠিকই বানাবো কবিতানিবাস,
আমাদের স্বচ্ছ দিঘির জলে দেখবো কবিদের
কান্তিমান মুখ
আমি বাড়ি ফিরে যেতে চাই শৈশবের কবিতাউদ্যানে;

সেই শিশুর মুখের মতো পবিত্র কবিতাগ্রামে
আমি প্রতি বৈশাখী পূর্ণিমায় পালন করবো
কবিতাদিবস,
শোনো, বৃক্ষের সবুজ শান্তি, উত্তাল মৌমাছিবন,
কুমারীর চোখের উষ্ণতা
আমি বাড়ি ফিরে যেতে চাই, ফিরে যেতে চাই নিরিবিলি
আমার কবিতাগ্রামে।