আমার ভিতরে যতো অন্ধকার আমার ভিতরে যতো আলো

আমার ভিতরে যতো অন্ধকার আমার ভিতরে
যতো আলো
আমাকে করেছে যতো নত, আমাকে বেসেছে যতো ভালো
আমি তার সামান্যই জানি;

আমার ভিতরে যতো মেঘ করে, আমার ভিতরে
যতো বৃষ্টিপাত হয়
আমার ভিতরে যতো অনন্ত উৎসব, অন্তহীন শোক
ফুটে ওঠে আমার ভিতরে অজস্র গোলাপ, নেমে আসে
ধূসর শীতের রাত্রি,
আমার ভিতরে গেয়ে ওঠে বসন্তের পাখি, ওঠে অথই ক্রন্দন
এই আমার ভিতরে যততা অন্ধকার আমার ভিতরে
যতো আলো।

আমার ভিতরে পৃথিবীর প্রথম সূর্যোদয় হয়, নেমে আসে
সর্বাগ্রে গোধূলি, ঘন রাত
আমার ভিতরে বেজে ওঠে গান, ওঠে যতো হাহাকারধ্বনি
আমার ভিতরে নামে যতো স্নিগ্ধ ছায়া, বাড়ে যতো খরতাপ
আমার ভিতরে যতো অঝোরে শ্রাবণ, আমার ভিতরে
যতো গ্রীষ্মকাল।

আমার ভিতরে যতো মেঘ করে, আমার ভিতরে যতো
ফুটে ওঠে তারা
যতো প্রজাপতি উড়ে আসে, যতো বিদ্ধ করে
ঘাতকের কাঁটা,
আমার ভিতরে যতো ঢালে মধু, যতো ঢালে বিষ
আমাকে করেছে আহত যতো, আমাকে বেসেছে যতো ভালো
আমার ভিতরে যতো অন্ধকার আমার ভিতরে
যতো আলো।