বাংলাদেশের মাটি

যেখানে যাই সেখানেই আমার
বাংলাদেশের মাটি,
বাগানভরা শীতের ফুল
আমার কেবল দোপাটি;
মাথার উপর তারায় ভরা
স্বচ্ছ নীলাকাশ,
যেখানে যাই যেখানে থাকি
যেথায় করি বাস;
যতোই দেখি ঝরনা পাহাড়
নিঝুম কালো হ্রদ,
আমার বুকে ঝাঁপিয়ে পড়ে
ব্রহ্মপুত্র নদ;
যতোই আমি তাকিয়ে দেখি
তুষারঢাকা বন,
আমার চোখে শ্রাবণ মাসের
অঝোরে বরিষণ;
ঘুমের মাঝেও যেখানে যাই
যে পথ দিয়ে হাঁটি,
সেখানেও কেবল দেখি
বাংলাদেশের মাটি।