বাঁচবে না কবির হৃদয়

তোমার দেখা না পেলে একটিও কবিতা হবে না
দুই চোখ কোথাও পাবে না খুঁজে একটি উপমা,
কবিতার পান্ডুলিপি হবে দগ্ধ রুক্ষ মরুময়
তোমার দেখা না পেলে কাটবে না এই দুঃসময়।
তোমার দেকা না পেরে সবখানে গোলযোগ হবে
দুর্ঘটনা, যানজট, বিশৃঙ্খলা বাড়বে কেবল,
সর্বত্র বাড়বে রোগ, অনাবৃষ্টি আর দীর্ঘ খরা
প্রত্য বাধবে শুধু কলহ-কোন্দল আর যুদ্ধ-হানাহানি
তোমার দেখা না পেলে হবে শুষ্ক এই জলাশয়,
তোমার দেখা না পেলে বাঁচবে না কবির হৃদয়।