বৈশাখী

চৈত্রের আকাশে মেঘ, মনে পড়ে তোমাকে বৈশাখী
পুকুরে নেমেছে হাঁস, ঘুরে ঘুরে তোমাকেই ডাকি,
চৈত্র কি নিষ্ঠুর খুবই, কিন্তু তার দুই চোখে জল
বোদলেয়ার বলেছিলো বন্ধু তার শূন্য মেঘদল;
আমার কে বন্ধু বলো, চৈত্র জানে আকাশের সীমা
বৈশাখী তোমাকে ডাকি, ডাকি সেই বৈশাখীপূর্ণিমা,
চৈত্রের চড়ক মেলা, কিশারী মেয়েরা ফেরে ঘরে
এমন বাউলা আমি সেই থেকে অন্তরে অন্তরে।

মরমে কীসের টান, চৈত্রের আকাশে ধূলিঝড়
অচিন নদীর কূলে বসে আছি কতো না প্রহর,
খেয়াডিঙি ভেসে যায় মেঘে যেন দোল খায় চাঁদ
ভালোবেসে বুঝিয়াছি কাকে বলে অনন্ত বিষাদ;
চৈত্রের আকাশে মেঘ, সেই মেয়ে সেই যে বৈশাখী
কে বাঁধে কোথায় ঘর, কারা বাঁধে ভাইবোনে রাখী?