এ কোন বিনাশপর্বে

কখন নীরবে ঘুণপোকা কেটেছে আমার মূল, উইপোকাগুলি
নিঃশব্দে বেঁধেছে বাসা
ধরে আছি সূক্ষ্ম যে তৃণের খণ্ড তাও গোপনে চলেছে কেটে দুরন্ত ইঁদুর
বুঝিনি কখন সম্পূর্ণ আটকে গেছি চোরাবালিতে এভাবে;
আমার কি অপরাধ আমি তোমাতে ছিলাম মগ্ন
ভোরের আকাশ, ছিলাম বিভোর আমি তোমাতে গোধূলি?
একেই মাহেন্দ্রক্ষণ ভেবে উই ও ইঁদুর দল বেঁধে
বিনাশে উঠেছে মেতে
কেটেছে কাণ্ড ও মূলে, ঝুলে আছি একটু সুতোয়।
দেখিনি কখন ঘুণপোকা, ইঁদুর ও উঁই
এভাবে হয়েছে জড়ো
সদর্পে চলেছে কেটে সত্তার মাটিকে;
আমি তো ছিলাম ব্যস্ত চন্দ্রমল্লিকার খোজে, ঘাসের সুগন্ধ
আহরণে
একফোঁটা শিশিরের ঘ্রাণ বুকে নিয়ে ছিলাম আনন্দে
আমি তো ছিলাম মগ্ন একটি নদীর ধ্যানে, নিসর্গের
পূর্ণদৈর্ঘ্য ছবির জগতে
এভাবে কেটেছে দিন, এভাবে কেটেছে সারাবেলা
আর সেই ফাঁকে ভয়ানক উঁই ও ইঁদুর তীক্ষ্ণ দাঁতে
কুচি কুচি করেছে আমাকে।