এসো তুমি পুরাণের পাখি

এসো তুমি পুরাণের পাখি
কোথায় স্বপ্নের দেশে
আজ ভ্রাম্যমান তুমি,
এই ঈষদুষ্ণ জলবায়ু অধ্যুষিত দেশে
আসে অতিথি পাখিরা
তুমি সেই আগন্তুক পাখিদের দলে মিশে
এসাে এই
বিলে, নদীর কিনারে
এখানে হয়তাে নেই সেই মায়া সরােবর, সেই রুপালি
ঝর্নার জল
এই শালিক-দোয়েল আর খঞ্জনার সাথে
তুমি পরিচিত হও;
তুমি এসাে জয়নুলের কাক হয়ে, যামিনী রায়ের
অপরূপ টানে লােকজ মডেলে
এসাে তুমি পুরাণের অরণ্য-পাহাড়, নদী,
এসাে রূপকথা;
এসাে তুমি সরযুর কাক, পঞ্চবটীর কোকিল
নীলগিরির বিহঙ্গ, এসাে জটায়ুর আহত
পাখার দ্যুতি,
এসাে তুমি পুরাণের পাখি, রহস্যের চোখ,
সুবৰ্ণ পালক,
এসাে পাখি, এসাে পারাবত, এসাে
রাজকন্যার রূপসী হাঁসেরা;
এসাে তুমি পুরাণের পাখি, আদিম বায়স।
এই বাস্তবের ভয়াল আকাশ ঢেকে দাও
তােমার পাখায়,
এসাে তুমি সহস্র পাখার পাখি, গুঁজে নিয়ে
পালকে ফুলের পাপড়ি
দুই পায়ে অপ্সরার নাচের ঘুঙুর,
এসাে গুহাচিত্র, এসাে অর্ধ পাখি, অর্ধ মানব
তােমার বুকের মাঝখানে আরেকটি অপূর্ব মায়াবী
চোখ,
এসাে পাখি, পুরাণের পাখি, এসাে
স্নেহছায়া,
এসাে মানবিক মুগ্ধ নীলিমা
এসাে টিয়া ও চন্দনা,
এসাে হরিৎ চঞ্চু সুকণ্ঠী পাখিরা, এসাে স্নিগ্ধ জলাশয়,
এসাে পাখির উদ্যান;
এসাে পাখির বুকের মতাে ভালােবাসা,
একফোঁটা দুঃখ
এসাে অনন্ত পাখির শিস, এসাে সহস্র সহস্র পাখা,
এসাে তুমি পুরাণের পাখি, স্বয়ম্বর-সভার
রাজহাঁস।

১১.১.৯৫