এতো ধুলো লেগেছে শরীরে

এতো ধুলো লেগেছে শরীরে, কীভাবে মোছাবো
তবুও শ্রাবণের জলধারা চাই, চাই অথই
বরষা
ধুলোতে কালিতে কী যে মলিন হয়েছি
সেই পবিত্র শিশুটি নেই, শিশুর শুভ্রতা নেই
আপাদমস্তক আমি ধূলিতে ডুবেছি
কে দেবে আমার এই ধূলি ঝেড়ে মায়ের
স্নেহের কোল
এতো ধূলো, তবু ঘৃণা সন্দেহ হবে না
কোনখানে পাবো সেই মাতৃআশ্রয়, সেই
আদর শুশ্রষা?
এতো নোংরা মেখেছি শরীরে, কেউ মাখে।