ফুল হওয়া

ফুল হয়ে ঝরে যাওয়া আমার হলো না, আমি
পঙ্ক হলাম;
ফুল হবো, নিরিবিলি ফুলের মতোন ঝরে যাবো
কিন্তু হলাম কাদা ও ক্লেদ, হলাম কলুষ।
ফুল হয়ে ফুটে ওঠা আমার হলো না।
হলো না সৌরভ হওয়া, রেণুটুকু হওয়া
হলাম ডোবার গন্ধ, ঘোলা জল
সুস্থ, শুভ্র, অমলিন জীবন হলো না,
হলাম তিক্ত ফল, কটু গন্ধ, দূষিত মলিন
এভাবেই ঝরে যাবো, উড়িয়ে ফুরিয়ে যাবো
ফুল নই, ফুলের সৌরভ নই, কটু তিক্ত ফল।