ঘুমমন্ত্র

এখন মধ্যরাত, আমি ঘুমাইনি, তার অর্থ এই নয় যে, আমি
ঘুমতে চাই না,
আমিও বালিশে মাথা রেখেই ঘুমে কাদা হয়ে যেতে চাই;
ঘুম হচ্ছে আমার বাল্যকাল, ঝমঝম বৃষ্টি,
মা আমাকে গান গেয়ে ঘুম পাড়াতো, আয়
ঘুম, আয়রে,
দিদি শোলক বলতে বলতে ঘুম পাড়াতো আমাকে,
মধু বৈরানী কাঁধের ওপর তুলে দোল খাওয়াতে খাওয়াতে
গুনগুন করতো, দাদা ঘুমালো পাড়া জুড়লো;
সেই ঘুম মন্ত্র আমি ভুলে গেছি,
এখন আমি ঘুমহীন, স্বপ্নে নক্ষত্রে নক্ষত্রে ভেসে বেড়াই,
ঘুমাই না, জেগেও থাকি না, ঘুমহীন ঘুমের মধ্যে
বিচরণ করি।
সেই ঘুমমন্ত্র এখন আমি কোথায় পাবো?
আমি সংখ্যা গনি, কর গনি, তারা গনি
আমি ঘুমহীন ঘুমের মধ্যে হেঁটে বেড়াই, মুখ দেখি,
ছায়া দেখি,
আর কিছুই দেখি না।