গোলাপের গায়ে কী গন্ধ

কোথায় শুদ্ধতা পাই, সবখানে অসুস্থ জীবন
মাটিতে দহন, বিষ, উদ্ভিদে রুগ্ণতা
পল্লবের বৃন্তে কীট, মর্মে বীজাণু
গোলাপের গায়ে কী গন্ধ, ময়লা কী পাপড়িতে
সুস্থতা কোথায় পাই এই নষ্ট জলে আর স্থলে
পরিশুদ্ধ কিছু নেই ফুলও দূষিত,
সুন্দরের গায়ে কী যে লেগেছে জঞ্জাল।