গ্রীষ্ম

রৌদ্র ও মেঘ স্বপ্ন আবেগ
এই সীমাহীন কাব্য,
দিবস-রাত্র কেবলমাত্র
বসে বসে তা-ই ভাবব।
এই নদীজল তারা ঝলমল
কী যে অপরূপ দৃশ্য-
ঝড় ও বৃষ্টি কাঁপায় সৃষ্টি
খর উত্তাপ গ্রীষ্ম।
স্তব্ধ দুপুর শান্ত পুকুর
নীরব নিঝুম বিশ্ব,
কেমন উদাস আকাশ-বাতাস
মনে হয় বড় নিঃস্ব।