জাগরণ

আমি ব্যথিত হয়েছি ঠিকই, দুঃখিত হয়েছি,
আঘাতে আঘাতে হয়েছি কাতর,
কিন্তু আমি পরাজিত নই, ফুটে ওঠি বনভূমিময়;
আমার ভেতরে আছে আলোকিত প্রাণ
যত দুঃখ পাই তত আমি প্রস্ফুটিত হই,
দেখো এই প্রাণের ভেতরে প্রজ্জ্বলিত অনন্তের শিখা।
আমার পতন আছে, বিষাদদহন আছে, পরাজয় নেই,
আমি বিনাশের মুখে বুনে দিই সৃষ্টির উল্লাস
মেধায় মননে আমি উদ্ভাসিত হই আত্মারবৈভব,
পতনে পাতকে জেগে ওঠি অদম্য মানুষ
যতই আহত হই বিষের অগ্নিতে আমি ছড়াই পুষ্পের রেণু,
চিরদিন ধ্বংসের মধ্যেও আমি নতুন নির্মাণ
স্বতন্ত্র শিল্পরীতি, জাগরণ, পৃথক নাচের মুদ্রা,
আমি বারবার জেগে উঠি আশ্চর্য মানুষ।