যে যায় তাকেই আমি বেশি ভালোবাসি

যে যায় তাকেই আমি বেশি ভালোবাসি
করি অশ্রুপাত, একা দীর্ঘ নিশি জাগি,
তার জন্য কেঁদে কেঁদে দুচোখ ভাসাই
যে যায় তাকেই আমি ফিরে ফিরে ডাকি;

তারই পথে আমি শুধু ছড়াই গোলাপ
তার জন্য সব শাস্তি মাথা পেতে নেই,
যে যায় তাকেই আমি সম্ভাষণ করি,
কাছে ডাকি, ভালোবেসে বুক পেতে দেই;

যে যায় তাকেই আমি করি অভ্যর্থনা
তার জন্য আজীবন অপেক্ষায় থাকি,
যে কোনো কঠিন দণ্ড নেই মাথা পেতে
তার জন্য বেছে নেই দীর্ঘ বনবাস;

যে যায় তাকেই আমি বেশি ভালোবাসি
তার জন্য দগ্ধ হই, নিজেকে পোড়াই।

৬.১০.৯৭