কাটলো দিন বাসে বা পরবাসে

কাটলো দিন বাসে বা পরবাসে
কেউ কি কোথাও আমাকে ভালোবাসে,
নইলে কেন শিশির পড়ে ঘাসে?

সে কথা ভেবে মন কেমন করে
নিরিবিলি বকুলগুলি ঝরে,
কে এই বাঁশি বাজায় অন্তরে?

তারই জন্য আজো বৃষ্টি নামে
ফুলের গন্ধ উপচে পড়ে গ্রামে,
জীবন কেউ বিকায় জলের দামে;

দেখা হবে আসছে চৈত্র মাসে
তবু কেন দুচোখ জলে ভাসে,
কাটবে কি দিন এমনি পরবাসে?