কবিতার প্রেমে

এই কবিতার পায়ে সঁপেছি আমার যতো
দিবসরজনী, মাসবর্ষ, এই মনুষ্যজীবন;
আমার সমস্ত সুখ, আনন্দ-বিষাদ-স্বপ্ন
সবই সমর্পণ করেছি যে আমি এই
কবিতার কাছে; এই কবিতার জন্য আমি
আমার মনুষ্যজন্ম উৎসর্গ করেছি;

শুধু এই কবিতার জন্য আমি ভালোবেসে
হয়েছি পাগল, লণ্ডভণ্ড করেছি জীবন,
মেখেছি দুহাতে কালি, ডুবেছি অতলে
এই কবিতার জন্য নিঃশব্দে করেছি বিষপান;
পৃথিবীর সমস্ত যাতনা আমি কেবল সয়েছি
এই কবিতার উন্মাদনা দেখো বুকে নিয়ে।

এই অর্ধ কোটি বর্ষ আমি তাই কাটালাম
তার ধ্যানে, মৌতে একাকী এমন
কতো গ্রীষ্মবর্ষা, বসন্তপূর্ণিমা গেলো, গেলো
শারদযামিনী; আমি এক নিঃসঙ্গ কয়েদী যেন
বহুকাল বসে আছি শব্দহীন নির্জন টানেলে
আর কোনোদিকে কখনোই ফেরাইনি চোখ;

এই কবিতার প্রেমে মজে এভাবে দিলাম
পাড়ি কতা না কণ্টকবন, দুর্গম পাহাড়,
দুহাতে নিলাম তুলে পৃথিবীর যাবতীয়
বিষ; শুধু এই কবিতাকে ভালোবেসে
হলাম এমন দিওয়ানা-প্রেমিক, হলাম
এমন আপাদমস্তক এক ব্যর্থ মানুষ।