মেঘগুলি

দেখি আমি দুই চোখ মেলে
শাদা শাদা মেঘগুলি
আকাশে বেড়ায় হেসেখেলে;
কে যেন রে ডাক দেয় দূরে,
মেঘ আসে পৃথিবীটা ঘুরে,
মনে হয় তার দিকে চেয়ে
যেন শাদা ফ্রক পরে
স্কুলে যায় কোনো ছোট মেয়ে;
হঠাৎ হারিয়ে গেলে একা
কেউ তার পাবে না তো দেখা,
জানে না সে কোথা তার বাড়ি
তুলোর পুতুল ঘোরে
সারাদিন চড়ে হাওয়া-গাড়ি।
দুই চোখ মেলে আমি দেখি
মেঘ কোথা ভেসে যায়
শুধু সেই ঠিকানাটা লেখি;
মেঘ বলে নাই তার ঘর
ঘোরে একা এই চরাচর,
মেঘ যদি হয় কাশফুল
হরিণশিশুটি হয়,
হয় এই শিউলি-বকুল!
তাই এই আকাশের কাছে
মেঘ কোথা থাকে তার
ঠিকানাটা জানবার আছে।