মধুর মুহূর্তগুলি চলে যায়

মধুর মুহূর্তগুলি চলে যায়, মানুষ বোঝে না,
বোঝে না কী আলো শিশিরবিন্দুর চোখে, কী পরম
সুখ মাটির মেঝেতে,
খুঁজেও দ্যাখে না কতো গন্ধ ঝরে পড়ে
নিরিবিলি ঘাসে;

শোনো না সুখের গান বাজে কতো নিঃশব্দ আকাশে, বোঝে না
ছড়ানো কতো মাতৃস্নেহ বাড়ির উঠানে
মুহূর্তে মুহূর্তে অজানা আনন্দগুলি ঝলসে ওঠে চেয়েও
দ্যাখে না,
শিশুর হাসির শব্দে মর্তেই স্বর্গের ফুল ফোটে।

এই বিন্দু বিন্দু সুখ, এই মুহূর্তের আলো, হৃদয় জুড়ানাে
শীতল বাতাস মনেও পড়ে না,
কানেও আসে না মমতাভরা পাখির কণ্ঠ, কী
আবেগে ডেকে যায় নদী,
কখনো বোঝে না কী অপার সুখ দুটি উষ্ণ ফেনাভাতে
স্বচ্ছ দিঘির জলে নক্ষত্রের কতো শিল্পকলা;

বোঝে না মানুষ পৃথিবীর সব শান্তি মায়ের একটি স্নেহের
ডাকে, বোনের আদরে
এই সুখের মুহূর্তগুলি চলে যায় কেউ ফিরেও দ্যাখে না।