নিসর্গের ছায়া

এই নিসর্গের ছায়া জুড়ায় আমার প্রাণ, জলধারা
মেটায় পিপাসা,
আমাকে মোহিত করে পাখির মরমিকণ্ঠ
আগলে রাখে হরিণের ত্রস্ত চোখ,
মুগ্ধ করে জোনাকির জাদু;

উদ্ভিদ, ওষুধি আমাকে সুস্থতা দেয়, সস্নেহে জড়িয়ে রাখে
বৃক্ষের ব্যাকুল বাহু,
মেঘদল দেয় শান্তিবারি, আমাকে উদ্বুদ্ধ করে নদীর কল্লোর
লতাগুল্ম, পুষ্প দেয় আনন্দসৌরভ
শরৎশিশির অন্তরে জাগায় শিহরণ, বনভূমি করে
রােমাঞ্চিত,
আমাকে পরম স্নেহে ধরে রাখে প্রকৃতির প্রসারিত হাত, লালন করে উদার
আকাশ।