অনেক কিছু ভুল হয়ে যায়

আমার এখন অনেক কিছু ভুল হয়ে যায়
গাছ বলতে গাছ, মানুষ বলতে মানুষ
আমি গাছকে ভাবি মানুষ, মানুষকে গাছ
এ-রকম অনেক কিছু অনেক কিছু ভুলভ্রান্তি
একেক সময় গাছকে বলি সঙ্গে যাবে
রাতবিরেতে এই নিরালা শহরতলি
একলা যাবো, সঙ্গে চলো
মানুষকে ধরে বলি এইখানে ঠিক
সন্ধেবেলা দাঁড়াও তুমি স্বর্ণচাঁপার গাছটি হয়ে
আমার ঘরের মধ্যিখানে মেলো তোমার
ডালপালা সব এক করে
গাছ হয়ে যাও আমার তুমি স্বর্ণচাঁপা
আমার তুমি বুকের মধ্যে লতাপাতা, শিশিরকণা
মানুষ তুমি বৃক্ষ আমার বুকের মধ্যে স্বর্ণচাঁপা
লতাপাতা, সবুজ তৃণ,
গাছ তুমি মানুষ আমার রাত্রিকালে সঙ্গে যাবে
কাছে শুয়ে ঘুম পাড়াবে বৃক্ষ তুমি মানুষ আমার
একেক সময় ভুল হয়ে যায়
ভুলভ্রান্তি অনেক কিছু
গাছ বলতে মানুষ, মানুষ বলতে গাছ
আর কিছু না একেক সময় এমনি কেবল অনেক কিছু
ভুল হয়ে যায়, ভুল হয়ে যায়।