পার্কে হলুদ ছাতা মাথায় হেমন্ত

ক্যালগেরির পার্কগুলিতে টুরিস্ট ভিসা ছাড়াই কখন
ঘুরতে এলেন হেমন্ত, মাথায় হলুদ ছাতা;
আর সঙ্গে সঙ্গে হলুদ পোশাক পরে গাছগুলি
সব নাচতে শুরু করলো,
হঠাৎ এতো হলুদ সে পেলো কোথায়?

বুঝতে পারি না কেন হলুদ নিয়ে এই মাতামাতি
এতো বসন্তের হলুদ শাড়ি নয়,
সরষে ফুলের ভরা নদী নয়, হলুদ মলাটের
কোনো বই নয়
এই হলুদ হচ্ছে বুকের ভিতর কেমন শূন্যতা,
এতো হলুদে মন কেমন করতে থাকে
মন খুব বিষাদ বিষাদ লাগে;

পার্কজুড়ে এই হলুদ প্রদর্শনী দেখতে দেখতে
আমার শীতকালের কথা মনে পড়ে,
পার্কগুলিতে কি সেই শীতের নিঃশব্দ হুইসেল,
সেই পাতা ঝরা, সেই শীতসন্ধ্যার
ক্যালেন্ডার?