পাতকী জীবন

এই অভিমান-আহত জীবন শেষে এই নিঃস্ব
নির্বাসনে
মুঞ্জার মাঝে ইষীকার মতো সুপ্ত প্রাণ, অন্তরে
অনন্ত অশ্রু,
মিলনপ্রত্যাশী তবু বিধুর বিচ্ছেদ, নিয়তি বেদনাবিষ;
এতো ত্রাস এতো তাপ, মাধুর্য কোথায়?
চায় সে শান্তিসুখ, সঞ্চয় সংগ্রহ, কিন্তু তার
এই নির্বাসন।
পাতকী জীবন বয়ে এই যে ক্ষয় ক্ষরণ তৃষ্ণা
দুঃখ দহন, মর্মে মত্ত হাহাকার;
যতো অভিমানী ফুল, প্রশান্ত প্রাঞ্জল বন, বৃক্ষের
ছায়া
সবই হারিয়ে যায়, সভামঞ্চ, শিল্পকলা, উদ্ধারমন্ত্র, মাধুরী,
এই পাতকী জীবন কী ক্লান্ত ক্লিষ্ট বিষন্ন করুণ।