পিঁপড়ের জাঙাল

পিঁপড়ের জাঙাল দেখে মনে পড়ে আসন্ন বর্ষণ
মনে পড়ে সাধের দুধের বাটি, আম-কাঁঠালের বন
কিংবা চোখ স্থির হয়ে পড়ে আছে বিষন্ন শালিক
মনে পড়ে ভিজে জামা, সোঁদা গন্ধ, অন্য সব দিক;
পিঁপড়ের জাঙাল কেউ ভাঙে নাই, ভেঙেছে বা কেউ
কেমন সবাই মিলে পিঁপড়েরা বানিয়েছে সমুদ্রের ঢেউ।

২৭.৯.৯৩