শুভ নববর্ষ, শীতকাল

পৃথিবীর এতো শীতকাল, এতো বরফ, মানুষ
তার চেয়েও শীতল,
মানুষ তার চেয়েও শীতকাল;
পৃথিবীতে এখন কোটি কোটি হিমবর্ষ, কোটি কোটি হিমরাত্রি
এখন কোথায় তুমি বৈশাখের উষ্ণতা পাবে, মাতৃস্নেহ পাবে
বরফ গলে যায়, মানুষের মন গলে না।
মানুষ পাহাড় দ্যাখে, প্রাচীর দ্যাখে, মানুষ মানুষের
মুখ দ্যাখে না,
এই বরফ পৃথিবীতে কোথায় তুমি অশ্রু পাবে, শিশির পাবে
কেউ আর এখন কারো জন্য কাঁদে না, কারো জন্য কারো
চোখ ভেজে না
বরফ-বরফময় পৃথিবীতে মানুষ আরো বেশি বরফ আরো
বেশি শীতবর্ষ,
শুভ নববর্ষ, শীতকাল, শুভ নববর্ষ।