টইটম্বুর

ওই এলো বৈশাখ,
খর রোদ্দুর
হঠাৎ আকাশ মেঘে
টইটম্বুর;
নামবে বৃষ্টি আর
উঠবে কি ঝড়,
থেকে থেকে মেঘ ডাকে
কাঁপে অন্তর।
মনে হয় একপাল
বুনো মোষ মিলে
যা-কিছু সামনে পাবে
তা-ই খাবে গিলে।
ভাবতেই সারা গায়ে
দেয় আরো কাঁটা,
পেটেতে সেঁধিয়ে যায়
হাত আর পাটা।
এক্ষুনি গাছপালা
হবে বেসামাল
সাগরে জাগবে দোলা,
ঢেউ উত্তাল;
তবু এই বৈশাখে
নতুনের সুর,
অজানা খুশিতে প্রাণ
টইটম্বুর।