তোমাদের বাড়ি

শুনেছি লেকের ধারে তোমাদের বাড়ি
আকাশ বেড়াতে আসে পরে নীলশাড়ি,
মেঘ এসে শুয়ে থাকে চোখে তার জল
তুমি কি বাড়িতে আছো তেমনি বিহ্বল!
কী নাম বাড়ির বলো, গেট কোন দিকে
পরশু দেখতে যাবো, রাখি সব লিখে,
শুনেছি লেকের ধারে তোমাদের বাড়ি
বাড়িও নদীর মতো পরে জলশাড়ি।
তোমাদের বাড়ি বুঝি মেঘলা আকাশ,
ছুটি শেষ হলে থেকো আরো একমাস।

৯.১১.৯৮