ভালাবেসে ছুঁয়েছি আকাশ

ভালোবেসে বুনেছি ধানের বীজ নদীর ওপারে
একা এসছি একাকী ঘোর বনে
হঠাৎ দিঘির জলে তুলেছি কম্পন,
পদ্মপাতায় গড়েছি সমুদ্র
চৈত্রের মাঠে ভালোবেসে এনেছি শ্রাবণ;

ভালোবেসে এই হাতে ছুঁয়েছি আকাশ
পাথরের ভেঙেছি গড়িমা
আবিষ্কার করেছি নতুন দ্বীপ,
ভালোবেসে এভাবে করেছি জয়
অর্ধেক পৃথিবী;

ভালোবেসে বুনেছি ধানের বীজ, উড়িয়েছি
বাতাসে কার্পাস
অন্ধকারে জ্বালিয়েছি হাজার প্রদীপ
বেঁধেছি নদীতে আমি পৃথিবীর দীর্ঘতম সেতু
ধূসর মরুর বুকে ছুটিয়েছি ঝর্নার প্রবাহ
এনেছি শীতের দেশে ভালোবেসে ভোর।

ভাললাবেসে তুলেছি নদীতে ঢেউ
বাতাসে কম্পন
এনেছি বিরান মাঠে শস্যের ব্যঞ্জনা
ভালোবেসে মাথায় নিয়েছি তুলে পৃথিবীর ভার
করেছি দুর্গম পথে একাকী ভ্রমণ
ভালোবেসে তুলেছি সমুদ্রে ঢেউ, নদীতে কম্পন
ভালোবেসে ছুঁয়েছি আকাশ, ছুঁয়েছি
তোমাকে।