ভিতরমহল

এতোদিন আমি আমাকে খুঁজিনি, ভিতর খুঁজিনি,
এতো অন্ধকার গোপন করেছি,
মিথ্যার মলাটখানি খুলেও দেখিনি
নিজের সাথে নিজে ধাক্কা দিয়েছি;

কী করে বুঝিয়ে বলি আঁধার মোমবাতি
ঘরে জ্বালিয়ে রেখেছি,
অন্ধ নক্ষত্রের চোখে কিছুই দেখি না।

এই চতুর জাদুর খেলা খেলেছি ভালোই, হাতসাফাইও
ভালোই করেছি
বুঝতে দেইনি এসবই অচল মুদ্রা, জালনোট
হাতে নিলে শুধুই কাগজ;

তন্ন তন্ন সমস্ত খুঁজেছি ঘরবাড়ি, প্রস্তর
পাহাড়
শুধু খুঁজিনি ভিতর;
ভিতরমহলে সহস্র রাত্রি, সহস্র সূর্যাস্ত।