ভুলি নাই

ভুলি নাই মায়ের হাতের পুলিপিঠা, তিলের লাড়ু
খলবল -করা বানের জল, রাতভর
শিশির;
মনে আছে ভিজা উঠান, ভিজা বাড়ি
কুসুম ঋতু, কুসুম বন,
মিষ্টি রোদের মতো কিশোরীর মুখ
সাঁঝবাতি, সাঁঝের আলো;
ভুলি নাই উধাও পথ, মায়ের পিছু ডাক
কাঁচা হাতের চিঠি, ভেজা চোখ,
ভুলি নাই সেই সুখ, সেই দুঃখ, সেই বৃষ্টি জল, ভালোবাসা।