ভুলে যেওনা আমায়

ভুলে যেওনা আমায়
তুমি ছাড়া আমি পানি ছাড়া নদী
ভাসি না আমি তুমি না থাকো যদি
যদি ভুলে যাও
অন্ধ করে দাও
যেন দেখিনা তোমায়।

তুমি ছাড়া জীবন আধখানা চাঁদ
মিটে না আমার হৃদয়ের সাধ
কত যে শ্রাবণ, কত যে প্লাবন
ওই হাত যদি হাত ছুয়ে যায়।

তুমি ছাড়া আমি ঘুম ছাড়া রাত
কখনো আসে না সেখানে প্রভাত
কত যে ছন্দ, কত আনন্দ
ওই মন যদি মন ছুয়ে যায়।

কন্ঠ, সুর ও সঙ্গীতঃ হাবিব ওয়াহিদ