ঝলমলে বিকেলে

ঝলমলে এক বিকেলে দেখেছি তোমায়
এলো চুলে হাটছিলে উদাসী হাওয়ায়,
নিশ্চুপ তুমি চেয়ে ছিলে অজানা মায়ায়
বুঝি নি কি ভাষা ছিল চোখেরই তারায়।

কিভাবে, কখন রাঙ্গালে আমার এ মন।

ঝলমলে এক বিকেলে দেখেছি তোমায়
এলো চুলে হাটছিলে উদাসী হাওয়ায়,
স্বপ্নেরা সব ভীড় করে গানেরই খাতায়
সুরে সুরে ডাকে মন তাই তোমায়।

স্বপ্নীল মোহনায়, সুখ ভেজা ভাবনায়
অনুরাগের ছোঁয়ায় ভরা মন,
সময় যে চলে যায়, চঞ্চল মন যে যায়
আরও কাছে তোমায় সারাক্ষন।

অন্তরালে ছিলে, ধীরে ধীরে কাছে এলে
বন্ধনে জড়ালে এই জীবন,
হৃদয়ের স্পন্দনে, একাকী নির্জনে
জাগে শুধু এই মনে শিহরণ।

কন্ঠ: শাফিন আহমেদ
সুর: মানাম আহমেদ