তুমি নাই

খেয়ালী রাতের আড়ালে
হলো তোমার সাথে পরিচয়,
মায়াবী বাঁধনে জড়ালে
সবই ছবির মত মনে হয়,
অজানা কোন ঠিকানায় হারালে,
জানি না তুমি কোথায়।

তোমার চোখের সেই দৃষ্টি যেন
আমায় ডেকে নিতে চায়,
গোধূলীর ঐ শেষ সীমানায়
অজানা কোন আশায়,
জানি না পাবো কি আবার দেখা
মানে না যে মন আমার।

তুমি নাই, তুমি নাই তাই
জীবনটা ভরা যে, শূন্যতায়।
তুমি নাই, তুমি নাই তাই
একাকী জীবনে, খুঁজে বেড়াই তোমাকে।

প্রথম দেখার পর মন যে শুধু
তোমার কথা ভেবে যায়,
চমকে দিয়ে এক দমকা হাওয়া
তোমার কথা বলে যায়,
উতলা হয়েছে আমার এ মন
জানি না পাবো কি তোমায়।

কন্ঠ: হামিন আহমেদ
কথা: মাহমুদ খুরশীদ, হামিন আহমেদ
সুর: হামিন আহমেদ