আমাদের দিন কাটে

আমাদের দিন কাটে ভবঘূরে স্বপ্নে, ঠিকানাবিহীন
আমাদের জীবনের সুর আর ছন্দ, ফ্যাঁকাশে মলিন,
আমাদের চারপাশে পুরোনো হায়েনারা, করে উল্লাস
আমাদের মনে নেই এখানেই পড়ে ছিলো, শহীদের লাশ।

আমাদের কথা ছিলো, অভাবের দরজা বন্ধ করে
আমরা গড়ে নেবো, ফসলের যৌথ খামার,
আমাদের কথা ছিলো, দোয়েলের শিস দিয়ে গেয়ে যাবো গান
আমরা খুঁজে পাবো, আঁধারের বুকচেরা আলোর সন্ধান।

আমাদের কাঁধে ছিলো, গেরিলা যোদ্ধা বন্ধুর লাশ
আমাদের হাতে ছিলো, উষ্ণ গ্রেনেডে সজীব আশ্বাস,
আমাদের বুকে ছিলো, তীব্র আগুনে লেলিহান সার
আমাদের চোখে ছিলো, মুক্ত দিগন্তে স্বপ্ন রাঙানো প্রভাত।

আমাদের ফুটপাতে,
তবু আমাদের ফুটপাতে শুয়ে থাকে বিবর্ণ ছোট্ট শিশু
তাকে দেখে না খোদা-ভগবান, দেখে নি যীশু,
আমাদের চারপাশে, বেড়ে ওঠে ঝলমল অট্টালিকা
ঘরহারা মানুষেরা তবু কখনো তার, পায় না দেখা।

এভাবেই ঘিরে আসে তিল তিল প্রতিদিন, শোষণের ভার
শিকলের বন্ধনে বাঁধা পড়ে, আমাদের হাত,
শোষণের চাকা ঘোরে ঘাম ঝড়ে আমাদের, শ্রমিকের ঘাম
তপ্ত রোদে পুঁড়ে কবিতার মতো লেখে, ফসলের নাম।

আমরা কি মেনে নেবো, জীবনের এইসব বিপরীত দিন
আমরা কি ফিরে যাবো, পেছনেই আঁধারে ঠিকানাবিহীন।

কন্ঠ ও সুর: মাহমুদুজ্জামান বাবু