এই সবুজ মাটির বুকে

এই সবুজ মাটির বুকে
আছো ঘুমিয়ে কতো না প্রাণ,
একটি মানচিত্র একটি ফুল
একটি পতাকার সুমধুর গান
দিয়েছে তোমাদের শহীদের নাম।

দাউ দাউ পুড়ে যায় শহর গ্রাম
স্বজনের মৃতদেহে শকুনের ঠোঁট,
অনাগত শিশু কাঁদে কুমারীর লজ্জায়
পিশাচেরা এসেছিল সেদিন এই বাংলায়।

তোমাদের প্রতিরোধে মুক্ত স্বদেশ
মুক্তিযোদ্ধা প্রিয় সেই নাম।

সমাধির গায়ে গায়ে লেখা যে নাম
সময়ের শ্যাওলায় ক্ষয়ে যাবে সব,
মেঘেদের বিদ্যুত বুকে জমা রবে
যতদিন পিশাচের হবে না শেষ।

শুধবেই এ মাটি তোমাদের ঋণ
মুক্তিযোদ্ধা প্রিয় সেই নাম।

কন্ঠ ও সুর: মাহমুদুজ্জামান বাবু