এক নয়নে হাসো রে মন

এক নয়নে হাসো রে মন
এক নয়নে কান্দো,
সুখে-দুঃখে তাহার বসত
তাহারই আনন্দ।

মলিন পাতা ঝরে গাছে
মেঘেরও জলে,
অমাবশ্যা যায় যে সরে,
পূর্ণ চাঁদ আসিলে।

তীর ভাঙে, চর বান্ধে
এইতো নদীর খেলা,
মেলা ভাঙ্গে চুপিচুপি
শেষ হলে বেলা।

আলো-আঁধার নিয়া থাকে
এই দুনিয়ার দ্বন্দ,
সুখে-দুঃখে তাহার বসত
তাহারই আনন্দ।

সূর্য যেমন ঢাকা পড়ে
শীতেরও কুয়াশায়,
দুঃখ তেমন যন্ত্রনা দেয়
সুখেরই আশায়।

দূরে তোমায় যেতেই হবে
অতি কাছে থাকিলে,
ষোল আনা পায়না জীবন
প্রেম না জানিলে।

সত্য জেনে ভাবিও না তুমি
কপাল তোমার মন্দ,
সুখে-দুঃখে তাহার বসত
তাহারই আনন্দ।

কন্ঠ ও সুর: মাহমুদুজ্জামান বাবু