একটা জীবন আজ

একটা জীবন আজ মানুষের হোক
মানুষেরই জন্য এই জীবন,
জীবনের ঋন শুধতে হবে
মানুষের ঋন শুধতে হবে।

ভুলে যেও না, ভুলে যেও না,
ভুলে যেও না মানুষের ঋন।

এই জীবনটা তোমার
শুধু তোমার, শুধু তোমার নয়,
মিলিত মানুষের মিলিত
সহযোগীতায় এই জীবনের জয়।

শুনতে কি পাওনা বন্ধু তুমি আজ
কোটি মানুষের হাহাকার,
দেখতে কি পাওনা বন্ধু
এই পৃথিবী জুড়ে অনাচার।

শোষণ-জুলুমে নিপীড়িত মানুষের
মৌন মিছিল ঐ যায় হেটে যায়,
এই কি তাতের পাওনা যারা
রক্তে-ঘামে পৃথিবী সাজায়।

রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
ফসল ফলায় ক্ষেতে আদম চাষা,
শক্ত দু’হাতে কালের চাকা
ঘোরায় শ্রমিক শোননি তার ভাষা।

চোখের জলে ক্ষুধার আগুনে
জীর্ণ-শীর্ণ ঐ মানব জীবন,
শোষকের অন্যায় হুংকারে
ম্রিয়মান তুমি ভীরু তোমার মন।

ভুলে যেও না, ভুলে যেও না,
ভুলে যেও না তাদের ঋন।

স্বার্থবাদের এই নির্মম পৃথিবী
খুঁজছে শুধু আজ মুক্তির পথ,
কে দাঁড়াবে মানুষের পাশে
টেনে নিয়ে যাবে তার সংগ্রামী রদ।

সাহসী মশাল হাতে দাঁড়াতে হবে আজ
ছিঁড়ে পিছুটান আর মিথ্যে ভয়,
ইতিহাসে যত মানুষের নাম
সব সংগ্রামে মানুষের পরিচয়।

ভুলে যেও না, ভুলে যেও না,
ভুলে যেও না মানুষ এর নাম।

কন্ঠ ও সুর: মাহমুদুজ্জামান বাবু