ঘুমিয়ে ছিলাম

ঘুমিয়ে ছিলাম ঘুমের দেশে
ঘুমিয়ে ছিলাম আমি,
জাগালে মাগো দেখালে আমায়
বিপন্ন স্বদেশ ভূমি।

কত না রক্ত ঝরেছে এখানে
মৃত্যু শীতল রাতে,
হায়েনার থাঁবা কেঁড়ে ছিলো সব
ঘাতকের কালো হাতে,
তবুও ক্ষমা পেয়েছে ওরা
ক্ষমা করোনি তুমি।

কত না রাত্রি কেটেছে তোমার
ঘুমহীন খোলা চোখে,
গেরিলা যোদ্ধা প্রিয় সন্তান
গুমরে কেঁদেছে বুকে,
যুদ্ধের ডাকে যোদ্ধার সাজে
আমায় সাজালে তুমি।

কন্ঠ ও সুর: মাহমুদুজ্জামান বাবু